শোক সংবাদ সমূহ – মুক্তিযোদ্ধা জাফর বালী

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার কান্ডপাশা গ্রামের বীর মুক্তিযোদ্ধা, দৈনিক ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার খোন্দকার কাওছার হোসেনের মামা শশুড় ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আলাউদ্দিন বালীর ভাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অবসরপ্রাপ্ত ইষ্টুয়ার্ড মোঃ জাফর বালী (৬০) ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতালে হৃদরোগের চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির………..রাজিউন)। তিনি স্ত্রী, ২ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। ওইদিন রাতে মরহুমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে ঢাকার মোহাম্মদপুর জামে মসজিদ প্রাঙ্গনে দাফন করা হয়। তার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, গৌরনদী প্রেসক্লাবের সদস্যরা ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক ও শোর্কাত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

লাল মোহাম্মদ সরদার
বরিশালের গৌরনদী উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মোঃ মিজানুর রহমান মিন্টুর পিতা লাল মোহাম্মদ সরদার (৮৮) বার্ধক্যজনিত কারনে শুক্রবার সকালে বার্থী গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির………..রাজিউন)। তিনি স্ত্রী, ৪ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। ওইদিন দুপুরে মরহুমের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা করা  হয়।  তার মৃত্যুতে বরিশাল সদর উত্তর জেলা যুবদলের সহসভাপতি দুলাল রায় দুলু গভীর শোক ও শোর্কাত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মজিদ বেপারী
বরিশালের গৌরনদী পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর শ্রমিকদলের সভাপতি মোঃ আলাউদ্দিন বেপারীর চাচা প্রবীণ ব্যবসায়ী আব্দুল মজিদ বেপারী (১০৫) বাধ্যর্কজনিত কারনে বৃহস্পতিবার রাতে কাছেমাবাদ মহল্লার নিজবাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…..রাজিউন)। তিনি স্ত্রী, ৫ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। শুক্রবার বাদ জুম্মা মরহুমের জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।