সন্ধ্যা নদীতে ট্রলার ডুবি ॥ ২জন নিখোঁজ

ঝড়ো বাতাসে বরিশালের উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীর চৌধুরীরহাট নামকস্থানে শুক্রবার রাতে যাত্রীবাহী ১টি ট্রলার ডুবে দুই যাত্রী নিখোজ রয়েছে। 
দূর্ঘটনা কবলিত ট্রলারের যাত্রী শওকত হোসেন জানান, বরিশালের বানারীপাড়া উপজেলার দক্ষিন লস্করপুর ট্রলারঘাট থেকে ৩৪ জন যাত্রী নিয়ে ট্রলারটি শুক্রবার সন্ধ্যায় বরিশালের উজিরপুর উপজেলার চৌধুরীরহাট লঞ্চঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। রাত আটটার দিকে ট্রলারটি উজিরপুরের চৌধুরীরহাট লঞ্চঘাটের সন্নিকটে পৌঁছলে হঠাৎ ঝড়ের কবলে পড়ে। এসময় ট্রলারটি উল্টে গিয়ে নদীতে ডুবে যায়। ট্রলারের অধিকাংশ যাত্রীরা সাতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও বানরীপাড়া উপজেলার দক্ষিন লস্করপুর গ্রামের আব্দুল হাকিম আকন (৪৫) ও অজ্ঞাতনামা পরিচয়ে এক যুবক (২২) নিখোজ হন। সাতার কেটে তীরে উঠা ট্রলার যাত্রী শওকত হোসেন (৩২) আরো জানান, আকস্মিক ভাবে ঝড় শুরু হলে ট্রলার চালক চৌধুরীররহাট গ্রামের মানিক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। মুহুর্তের মধ্যে ট্রলারটি উল্টে গিয়ে ডুবে যায়। এ সময় তারা তীরে উঠতে সক্ষম হলেও তাদের দুই সহযাত্রী এ রির্পোট লেখা পর্যন্ত গতকাল শনিবার বিকেল চারটা নিখোঁজ রয়েছেন।
উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার প্রিয় সিন্ধু তালুকদার ট্রলার ডুবি ও নিখোজের সত্যতা স্বীকার করে বলেন, গতকাল শনিবার সকালে প্রসাশনের উদ্যোগে মাইকিং করে সন্ধ্যা নদীতে তল্ল­­াশী অব্যাহত রয়েছে।