পদ্মা সেতু নির্মাণ হলে দক্ষিণাঞ্চলে বিনিয়োগের নতুন দ্বার খুলে যাবে -গভর্নর ড. আতিউর রহমান

খোকন আহম্মেদ হীরা, বরিশাল ॥ বহুল আকাঙ্খিত পদ্মা সেতু নির্মাণ হলে দক্ষিণাঞ্চলে বিনিয়োগের নতুন দ্বার খুলে যাবে। কৃষি ও এসএমই’র জন্য দক্ষিণাঞ্চল একটি অপার সম্ভাবনাময় এলাকা। উন্নত মৎস্য চাষ, পর্যটন ও জাহাজ নির্মাণ শিল্পেও ব্যাপক সম্ভাবনা রয়েছে এ অঞ্চলে। আয় বৈষম্য দূরকরণে অবকাঠামোগত উন্নয়ন এখন জরুরি হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকালে বরিশাল নগরীর বগুড়ারোডস্থ বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে নবনির্মিত বাংলাদেশ ব্যাংক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ ব্যাংকের সকল কার্যক্রম ডিজিটালইজড করা হয়েছে। ইতিমধ্যে যার সুফল বরিশাল শাখায় পৌঁছে গেছে। এখানে ডিজিটাল পদ্ধতিতে ক্লিয়ারিং হাউজ, ট্রেজারি কার্যক্রম এবং ইআরপি চালুসহ সুপারভিশন কার্যক্রম গতিশীল করা হয়েছে। তিনি আরো বলেন, দেশকে স্বর্নিভর ও স্বয়ংসম্পূর্ণ করতে হলে কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগ ত্বরান্বিত করার জন্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় সকল ব্যাংকের ভূমিকা রাখতে হবে। একই সাথে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে মূল স্রোতধারায় ফিরিয়ে আনার জন্য নারী উদ্যোক্তাদের প্রতি বিশেষ ভূমিকা পালনের জন্য গভর্নর ব্যাংক কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের বরিশাল শাখার মহাব্যবস্থাপক মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নিবার্হী পরিচালক মাহফুজুর রহমান, জাহাঙ্গীর আলম, বরিশাল চেম্বার অফ কর্মাসের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি সাইদুর রহমান রিন্টু। বক্তব্য রাখেন বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল হক আক্কাস, মহিউদ্দিন মানিক (বীর প্রতিক), অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল হামিদ প্রমুখ। শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে গভর্নর নগরীর আমানতগঞ্জস্থ সুন্দরবন নেভিগেশনের শীপ ইয়ার্ড পরিদর্শন করেন।

You may also like