উজিরপুরে স্কুল ছাত্রীকে যৌণ হয়রানীর ঘটনায় সংঘর্ষে ১০ জন আহত

নিজস্ব সংবাদদাতা ॥ উজিরপুর উপজেলার ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর এক ছাত্রীকে যৌণ হয়রানীর প্রতিবাদ করায় মঙ্গলবার দুপুরে হামলা পাল্টা হামলা ও সংষর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের শেবাচিম, উজিরপুর ও বানারীপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

যৌণ হয়রানীর শিকার স্কুল ছাত্রীর দিনমজুর পিতা গোলাম মোস্তফা জানান, তার কন্যা শাবানা আক্তারকে গত তিন মাস ধরে বিদ্যালয়ে আসার যাওয়ার পথে প্রেমের প্রস্তাবে বিভিন্ন ধরনের যৌণ হয়রানী করে আসছে পাশ্ববর্তী বাড়ির রহিম খালিফার বখাটে পুত্র রুমান। তার অব্যাহত উত্যক্তের কারনে গত দু’মাস ধরে তার কন্যা বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। সোমবার বিকেলে শাবানা নিজ বাড়ি থেকে পাশ্ববর্তী বাড়িতে যাওয়ার সময় পূর্ণরায় তাকে যৌণ হয়রানী করা হয়। এঘটনায় গোলাম মোস্তফা রাতে বখাটে রুমানের পরিবারের কাছে বিচার দিতে গেলে উভয়ের মধ্যে বাগবিতন্ডা হয়। এঘটনার জেরধরে মঙ্গলবার দুপুরে পূর্ণরায় উভয়পক্ষের মধ্যে বাগবিতন্ডার একপর্যায়ে হামলা পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের গোলাম মোস্তফা, শাবানা আক্তার, মোতালেব হোসেন, সুলতান মিয়া, জব্বার মল্লিক, আব্দুল জলিল, সাহিদা বেগম, ইজাবুল মলিক, রুমান খলিফা, হাকিম মল্লিক গুরুতর আহত হয়।

You may also like