চট্টগ্রাম মেয়র নির্বাচন : এগিয়ে আছে মহিউদ্দীনের জাহাজ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) নির্বাচনে জামাল খান ওয়ার্ডের ৩৩ কেন্দ্রের প্রাথমিক ফলাফল বেসরকারিভাবে প্রকাশ করা হয়েছে। সর্বশেষ (রাত ১১:০০টা) ঘোষিত ফলাফলে আওয়ামীলীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী এবিএম মহিউদ্দীন চৌধুরী জাহাজ প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন। তার জাহাজ মার্কা পেয়েছে ২৩ হাজার ১৫৩ ভোট। মনজুর আলম পেয়েছেন ২১ হাজার ৬৯২ ভোট। এ বি এম মহিউদ্দিন চৌধুরী তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মনজুর আলমের চেয়ে এক হাজার ৬১৪ ভোটে এগিয়ে আছেন। তবে রির্টানিং অফিসার জেসমিন টুলি এ পর্যন্ত সাত কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন। উল্লেখ্য, জামাল খান ওয়ার্ডের সকল কেন্দ্রেই ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হয়।

আপডেট (দুপুর ২:০০) : মনজুর আলম বেসরকারিভাবে চট্টগ্রামের মেয়র নির্বাচিত

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মোহাম্মদ মনজুর আলম মেয়র নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশন আজ শুক্রবার সকালে তাঁকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছে। মনজুর আলম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মহিউদ্দিন চৌধুরীর চেয়ে ৯৫ হাজার ৫২৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। মনজুর আলম আনারস মার্কা নিয়ে চার লাখ ৭৯ হাজার ১৪৫ ভোট পেয়েছেন আর মহিউদ্দিন চৌধুরী জাহাজ মার্কায় পেয়েছেন তিন লাখ ৮৩ হাজার ৬১৭ ভোট। আজ সকালে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে স্থাপিত নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয়ে প্রার্থীদের এজেন্ট ও সাংবাদিকদের উপস্থিতিতে এ জয়ের কথা ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী। আজ বেলা তিনটায় আনুষ্ঠানিকভাবে তাঁকে বিজয়ী ঘোষণা করা হবে। (প্রথম আলো)