মান্নান ভূঁইয়ার অবস্থা অপরিবর্তিত, শংকামুক্ত নন

আবদুল মান্নান ভূঁইয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি এখনও শংকামুক্ত নন বলে জানিয়েছেন, তার চিকিৎসক ডা: মির্জা নাজিমউদ্দিন। তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সাবেক মহাসচিবের জ্বরের মাত্রা কমেছে বলে জানিয়েছেন তিনি। মির্জা নাজিমউদ্দিন বলেছেন, মান্নান ভূঁইয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাকে ঘুমের ওষুধ দেয়া হয়েছে। তার শরীর অতি মাত্রায় দুর্বল। শুক্রবার সন্ধ্যায় তার শারিরীক অবস্থার কিছুটা উন্নতি দেখা গিয়েছিল। পরে আবার খানিকটা অবনতি হয়। তিনি ক্লিনিক্যাল ডেথ নয়, তার জ্ঞান আছে। এর আগে মান্নান ভূঁইয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা: বজলুল গণি ভূঁইয়া জানিয়েছেন, বিগত ২৪ ঘণ্টায় তার শারিরীক অবস্থার উন্নতি হয়েছে। আজ দুপুরে মান্নান ভূইয়াকে স্কয়ার হাসপাতালে দেখতে যান সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার  দুলুসহ বিএনপির কয়েকজন নেতা। দুলু মান্নান ভূঁইয়ার শারিরীক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। বুধবার এ রাজনীতিককে এয়ার এম্বুলেন্সে করে সিঙ্গাপুর থেকে ঢাকায় এনে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত বিশিষ্ট এ রাজনীতিবিদ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত জানুয়ারি থেকে তিনি কয়েক দফা এ হাসপাতালে চিকিৎসা নেন। মান্নান ভূঁইয়াকে সর্বশেষ সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় গত ৩১ মে। সেখানে কয়েক দফা কেমিওথ্যারাপি দেয়া হলেও তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে দেশে নিয়ে আসা হয়।