‘ইভটিজিং রুখবো-সোনার বাংলা গড়বো’ – আগৈলঝাড়ার ৫০ কিলোমিটার জুড়ে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মানববন্ধন

আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও এনজিও ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের সহযোগীতায় দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। উপজেলার ৩৮টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ২০ হাজার শিক্ষার্থী ও শিক্ষকরা গৌরনদী-পয়সারহাট, মাহিলাড়া-পয়সারহাট, বাগধা-আগৈলঝাড়া, রাজিহার-আগৈলঝাড়াসহ উপজেলার গুরুতপূর্ণ ১০ টি সড়কের দু’পার্শ্বে ঘন্টাকালব্যাপী মানববন্ধনে স্বতঃস্ফুর্ত ভাবে অংশগ্রহন করে ইভটিাজিং বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়। শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে একত্বতা ঘোষনা করে এলাকাবাসিও মানববন্ধনে অংশগ্রহন করেন। মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা ইভটিজিং প্রতিরোধে শপথ গ্রহন করেন।

উপজেলার ৫০ কিলোমিটারের মানববন্ধন এলাকা পরিদর্শন করেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার দীপংকর বিশ্বাস, ভাইসচেয়ারম্যান জসিম সরদার, থানার অফিসার ইনচার্জ অশোক কুমার নন্দি, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ইউসুফ হোসেন মোল্লা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কো-অডিনেটর প্রেম সং ম্রং, ডেভিট সুজন গ্রেগরী, জহিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান সাগর।

উল্লেখ্য, গত ১০ মে ইভটিজিংয়ে বলি হয়েছে উপজেলার ছবিখাঁরপাড় গ্রামের ষষ্ট শ্রেনীর ছাত্রী রিমা খানম। এ ঘটনার মাত্র ১৩দিন পর (২৩ মে) ইভটিজিংয়ের বলি হয়েছে আরেক মেধাবী ছাত্রী নাঘিরপাড় গ্রামের মিতালী মন্ডল। এছাড়াও বখাটেদের উত্যক্তর কারনে আগৈলঝাড়া উপজেলার ৫জন ছাত্রীর স্কুল ও কলেজে যাওয়া বন্ধ হয়ে যায়।

জুতা পেটা ও কানধরে উঠবস: ইভটিজিং বিরোধী মানববন্ধন ও শপথ গ্রহন চলাকালীন সময় স্কুল ছাত্রীর ছবি তোলায় এক বখাটে যুবককে ৫০ ঘা জুতাপেটা ও কানধরে উঠবস করানো হয়েছে। আগৈলঝাড়া উপজেলার সেরাল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লৈনেন তপাদার জানান, তাদের স্কুলের শিক্ষার্থীরা দাসেরহাট-সেরাল সড়কে মানববন্ধনে অংশনেয়। এসময় বখাটে সেন্টু সরদার মোবাইল ফোনে বিদ্যালয়ের জনৈক ছাত্রীর ছবি তুলে। ছাত্রীরা বখাটেকে আটক করে শিক্ষকদের কাছে নিয়ে যায়। তাৎক্ষনিক বখাটে সেন্টুকে ৫০ ঘা জুতাপেটা ও ৫০ বার কানধরে উঠবস করিয়ে মুচলেকা রেখে ছেড়ে দেয়। বখাটে যুবক সেন্টু সরদারের বাড়ি উপজেলার মুরিহার গ্রামে। সে ওই গ্রামের সৈয়দ আলী সরদারের পুত্র।