ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে বিল উত্তোলনের চেষ্টা

বুধবার দুপুরে বরিশালের গৌরনদীতে।

উপজেলার বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকরুল আলম মিয়া বলেন, ইউনিয়ন উন্নয়ন তহবিলের ৭৫ হাজার টাকা ব্যয়ে বেজগাতি গ্রামের আহম্মেদ মিয়ার বাড়ির সম্মুখে একটি গভীর নলকুপ বসানো হয়। কাজ সমাপ্তির পর প্রকল্প কমিটি রেজুলেশন সম্পন্ন করে উপজেলা পরিষদের সমন্নয় সভায় রেজুলেশন করে বিল প্রদানের নিয়ম রয়েছে। এ নিয়মনিতীর তোয়াক্কা না করে উপজেলা প্রকৌশলী অফিসের কার্যসহকারী (এস.ও) দেলোয়ার হোসেন নিজেই রেজুলেশন তৈরি করে আমার স্বাক্ষর জাল করেছে। একপর্যায়ে তিনি (এস.ও) উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেনের স্বাক্ষর নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষরের জন্য গতকাল বুধবার তার (ইউএনও’র) দপ্তরে জমা দেয়। গতকাল বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে অন্য কাজের জন্য উপজেলা নির্বাহী অফিসারের সাথে চেয়ারম্যান সাক্ষাত করতে গেলে উপজেলা নির্বাহী অফিসার বিল প্রসঙ্গে আলোচনা করেন। তখন জাল স্বাক্ষরের রহস্য বেরিয়ে আসে। মুহুর্তের মধ্যে এ খবর উপজেলা কম্পাউন্ড এলাকায় ছড়িয়ে পরলে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়। তাৎক্ষনিক দেলোয়ার হোসেন গাঁ ঢাকা দেয়। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, দেলোয়ার হোসেন প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার কথা বলে আমার কাছ থেকে স্বাক্ষর নিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে দেলোয়ারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তা বন্ধ পাওয়া যায়।