সার বিক্রির অনিয়ম রোধে ৪৫ ডিলার স্বোচ্চার

খুচরা ডিলাররা সোচ্ছার হয়েছেন। সভা সমাবেশ করে সারক লিপি পৌছে দিয়েছেন প্রশাসনের বরাবরে।জানাগেছে, সার বিক্রির সরকারী নীতিমালার আওতায় বিসিআইসির ডিলাররা কোম্পানী থেকে সার আমদানী করতে পারলেও খুচরা বিক্রির জন্য প্রতি ইউনিয়নে ৯ জন করে খুচরা ডিলার নিয়োগ দিয়েছে কৃষকদের নিকট সঠিক ভাবে সার পৌছে দিতে। এ নীতিমালায় বিসিআইসি ডিলাররা সরকারী কোষাগারে লাইসেন্সের বিপরীতে আমানত জমা দিলেও  খুচরা ডিলারদের প্রাথমিক পর্যায় আমানত দেয়া লাগেনি। নীতিমালার পরিবর্তন হলে ২০১০  সালের প্রথমদিকে প্রতি খুচরা ডিলার বিক্রয় অনুমতি সনদের বিপরীতে ৩০হাজার টাকা আমানত জমা দেন। খুচরা ডিলার ব্যতিরেকে অন্য কোন অ-অনুমোদিত কোন ব্যবসায়ী সার বিক্রয় করতে পাবেনা এ বিধান থাকলেও আগৈলঝাড়ায় এ আইনের ধার তোয়াক্কা করছেনা অনেকেই। এ অনিয়মের বিরুদ্ধে আগৈলঝাড়ার ৫ ইউনিয়নের ৪৫ জন খুচরা ডিলার ঐক্যবদ্ধ হয়ে বৃহষ্পতিবার উপজেলা সদরে এসএম বালিকা বিদ্যালয় হল রুমে বাগধা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি, খুচরা ডিলার ঐক্য ফেরমের নেতা এয়ার ফারুখ বক্তিয়ারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন খুচরা ডিলার দুলাল কৃষ্ণ বিশ্বাস, আনোয়ার খান, চিত্ত বাড়ৈ, মি. জন বাইন প্রমুখ। সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, কৃষি কর্মকতা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক কুমার নন্দীর বরাবরে স্মারক লিপি প্রদান করেন ও আসু হস্থক্ষেপ করেন।