বরগুনায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বরগুনা সংবাদদাতা ॥ বরগুনার পাথরঘাটা উপজেলার হরিণঘাটা সংরক্ষিত বনাঞ্চলের খাল থেকে রোববার রাতে পাথরঘাটা থানা পুলিশ অজ্ঞাত পরিচয়ের যুবকের ভাসমান লাশ (৩০) উদ্ধার করেছে। পাথরঘাটা থানার পিএসআই জাহিদ হাসান জানান, তারা রাত দশটার দিকে লাশটি উদ্ধার করেন। তার গায়ে সবুজ শার্ট ও পড়নে প্যান্ট ছিল। তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে গলাটিপে হত্যা করা হয়েছে। চার-পাঁচদিন আগে তাকে হত্যা করে নদীতে ফেলে দেয়া হয়েছে বলে লাশটি ফুলে উঠেছে। এব্যাপারে পাথরঘাটা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এদিকে সোমবার দুপুরে কুমিল্লার দিপাড়া গ্রামের আলী আহম্মদের ছেলে আবদুল হান্নানকে (৩৫) ভ্রাম্যমান আদালতে এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। বরগুনার নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকির হোসেন বাচ্চু তাকে এ দন্ডাদেশ প্রদান করেন।

র‌্যাবের-৮ বরগুনার ডিএডি মোশাররফ হোসেন জানান, উপ-পরিদর্শক ফারুকুল আলমকে সাথে নিয়ে সোমবার সাড়ে এগারোটার দিকে বরগুনা সদর উপজেলার ইটবাড়িয়া নামক স্থান থেকে ৩ কেজি গাঁজাসহ আবদুল হান্নানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে তাকে দন্ডাদেশ প্রদান করা হয়। উদ্ধারকৃত গাঁজা বরগুনা জেলা প্রশাসন ভবনের বটতলায় পুড়িয়ে ফেলা হয়েছে। হান্নানকে বরগুনা কারাগারে পাঠানো হয়েছে।