বরিশালে ভ্রাম্যমান আদালতে চার জুয়ারির জরিমানা

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী থানা পুলিশের অভিযানে গ্রেফতার হওয়া চার জুয়ারীকে বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, উপজেলার ভুরঘাটা বাজারে সংঘবদ্ধ জুয়ারিরা দীর্ঘদিন থেকে জুয়ার আসর বসিয়ে জুয়া খেলে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সময় জুয়ারী ছোটন হাওলাদার, মহাদেব মিত্র, ফরহাদ সরদার ও ফারুক সরদারকে আটক করে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেনের আদালতে সোর্পদ করা হয়। ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট প্রত্যেক জুয়ারীকে দুই হাজার টাকা করে মোট আট হাজার টাকা জরিমানা করেন। আটককৃতদের অভিভাবকেরা জরিমানার টাকা জমা দিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে যায়।

You may also like