বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বরিশালের মুলাদী যাওয়ার পথে মীরগঞ্জ ফেরিঘাটে স্থানীয় জনতা গৌরনদী পৌরসভার সাবেক মেয়র মো. আলাউদ্দিন ভূঁইয়াকে আটক করে। তাকে গণপিটুনি দেওয়ার পর বাবুগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
বাবুগঞ্জ থানার ওসি শেখ আমিনুল ইসলাম জানান, উত্তেজিত জনতা আলাউদ্দিন ভূঁইয়াকে আটক করে পুলিশের কাছে খবর দেয়। পরে তাকে আটক করে বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়। তিনি বলেন, “তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
আটককৃতের ছেলে অনিক ভূঁইয়া জানিয়েছেন, তার বাবা একজন প্রতিষ্ঠিত ঠিকাদার এবং কাজের উদ্দেশ্যে মুলাদী যাচ্ছিলেন। এ সময় পথিমধ্যে হামলার শিকার হন। তিনি বলেন, “যারা এ হামলা চালিয়েছে, আমরা তাদের বিচার চাই।”
এদিকে, বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ আজিজুল ইসলাম দাবি করেন, স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরাও জনতার সঙ্গে আলাউদ্দিন ভূঁইয়াকে আটকের সময় উপস্থিত ছিলেন।
এই ঘটনায় গৌরনদী এলাকার সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, আলাউদ্দিন ভূঁইয়া কোনো দলের মেয়র ছিলেন না; তিনি জনগণের মেয়র হিসেবে পরিচিত। মেয়র হিসেবে তার সময়ে গৌরনদী এলাকার উন্নয়নে কাজ করেছেন এবং একজন সহজ-সরল মানুষ হিসেবে পরিচিত ছিলেন।
আটকের কয়েক ঘণ্টা পর, বিকেলে আলাউদ্দিন ভূঁইয়াকে ছাড়িয়ে আনেন তার ছেলে অনিক ভূঁইয়া।